আশাশুনিতে পুলিশের অভিযানে আটক-৫

0
567

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানা পুলিশের  বিশেষ অভিযানে জুয়াড়ীসহ পাঁচ আসামীকে আটক করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলী এবং আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মঙ্গলবার আশাশুনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসআই আকরাম হোসেন জমাদ্দার, এসআই শ্যামল মন্ডল, এসআই শেখ নাজিবুর রহমান উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রাম হতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাস ও টাকা সহ ঐ গ্রামের আলহাজ্ব নুর হোসেন সরদারের পুত্র আঃ মান্নান এবং জায়েদ আলী সরদারের পুত্র সোনা সরদার কে হাতেনাতে আটক করেন। পরে আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়। অপরদিকে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, এএসআই স্বরজিৎ বিশ্বাস ফোর্সের সহায়তায় আশাশুনি থানার মামলা নং-১২(০৯)১৮ এর আসামী আশাশুনি সদরের আঃ রশিদ সরদারের পুত্র আঃ আলিম সরদার কে আশাশুনি বাজার হতে আটক করেন। এএসআই তরুন কৃষ্ণ রায় সঙ্গীয় ফোর্স সহ সিআর-৩৪৫/১৮ (ওয়ারেন্ট) এর আসামী বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মৃত. সুলতান সরদারের পুত্র রবিউল সরদার ও রেজাউল সরদার কে তাদের নিজ বাড়ী হতে আটক করেন। বুধবার সকালে আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।