বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অধিকাংশ ফিসিংবোট সাগরে

0
535

শরণখোলা আঞ্চলিক অফিস:
বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শরণখোলার অধিকাংশ ফিসিংবোট সাগরে মাছ ধরার জন্য চলে গেছে। ২৩ জুলাই মধ্য রাত পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
মঙ্গলবার দুপুরে শরণখোলার রাজৈর মৎস্য ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট প্রায় ফিসিংবোট শূন্য। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, ২৩ জুলাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৭/৮ দিন আগেই বেশীর ভাগ ফিসিংবোট মাছ ধরার জন্য সাগরে যাত্রা করেছে। ফিসিংবোট মালিক ও মাছের আড়ৎদার কবির হোসেন জানান, শরণখোলা মৎস্য সমিতির আওতায় প্রায় দেড়শত ফিসিংবোট রয়েছে। অধিকাংশ বোট ৪/৫ দিন আগে সাগরে গেছে। বাকি বোট আজ মধ্যরাতে ছেড়ে যাবে। তিনি বলেন, অন্যান্য জায়গায় জেলেরা এতদিন আইন লংঘন করে সাগরে মাছ ধরেছে আমরা আইন মেনেই চলেছি। আমরা ফিসিংবোট মালিক ও জেলেরা অনেক ক্ষতিগ্রস্ত ও দেনা হয়েছি।
মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, নিষেধাজ্ঞার মধ্যে সাগরে ফিসিংবোট যাওয়ার কথা নয় কেউ গিয়ে থাকলে খোজঁ নিয়ে বিধিমতে ব্যবস্থা নেয়া হবে।