বঙ্গবন্ধু স্বাধীনতার স্থাপতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন : জামায়াত সেক্রেটারি

0
154

খুলনা টাইমস:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি এবং তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ¯’পতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, জীবন দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বিদায়ের পরে এ দেশে গণতন্ত্রের কথা যারা বলছেন, আমি মনে করি তারা সেই গণতন্ত্র রক্ষা করতে পারেননি। বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, তার উত্তরসূরি যারা আছেন তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন, হত্যা করেছেন। জামায়াতের এই নেতা বলেন, সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, বাকস্বাধীনতা হরণ করেছে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করে দিয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন এই সরকার ফ্যাসিবাদী সরকার, জনগণের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসেনি। এই সরকারের অধীনে ভোট নিরাপদ নয়। এখন দাবি উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, এ সরকারের অধীনে স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ, জাতীয়তাবাদ কোনো কিছুই নিরাপদ নয়। একটি বিদেশি আধিপত্যবাদের হাতে দেশকে তুলে দেয়ার জন্য সরকার সর্বো”চ চেষ্টা করছে। দেশের কল-কারখানা, শিল্পপ্রতিষ্ঠান সবকিছু বিদেশি শক্তির হাতে তুলে দেয়া হ”েছ। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এই করোনা মহামারির সময়ও বাংলাদেশে সীমাহীন দুর্নীতি করছে সরকার। এ সময়ে দুর্নীতি করে হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে দেশে। তাই আমি বলি, একটি বিক্ষিপ্ত বি”িছন্ন বিষয় নিয়ে কথা বলে আমাদের লাভ নেই। কথা একটাই, এই সরকারের এমন করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা তারা চিন্তাও করতে পারবে না।
সভায় বিএনপির ¯’ায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, সরকারের জনপ্রিয়তা নেই বলে তারা ভোটার, রাজনৈতিক দল ও জনগণকে ভয় পায়। তারা জানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা মোটেও জিততে পারবে না। এটা আমাদের কথা না। তাদের নেতারাই বলতেছেন। পালানোর জায়গা পাবে না, ইত্যাদি ইত্যাদি। এটাই বাস্তবতা। এজন্যই তারা জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেয় না। নজরুল ইসলাম বলেন, আমরা অনেক আশা নিয়ে ত্যাগ স্বীকার করে মুক্তিযুদ্ধ করেছি। এ বছর আমরা সুবর্ণজয়ন্তী পালন করবো। অথচ মুক্তিযুদ্ধের যে সুবর্ণ ফসল গণতন্ত্র সেই গণতন্ত্র আজ নেই। কারণ গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে গণতন্ত্র থাকে না। তিনি বলেন, আমরা সবাই জানি একবার হলো প্রার্থীহীন নির্বাচন। যেখানে তিনশর মধ্যে ১৫৩টি আসনে কোনো প্রার্থী ছিল না। আর একবার হলো আগের রাতে নির্বাচন। কেন এটা হলো। কেন একটা রাজনৈতিক দল জেতার জন্য কোনো বিশেষ বাহিনীর ওপর নির্ভর করে? কিংবা অন্যান্যের প্রার্থী হতে দেয় না। কিংবা ভোটার যাতে ভোট দিতে কেন্দ্রে যেতে না পারে তার চেষ্টা করে। কারণ তারা জানে জনগণ ভোট দিলে তারা মোটেই জিততে পারবে না। নজরুল ইসলাম খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জামায়াতে ইসলামীর নেতা আবদুল হালিম, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার (একাংশ) খোন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, খেলাফত মজলিসের মহাসচিব আবদুল কাদের, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ।
বাইডেন ও কমলা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভে”ছা জানিয়ে সমাবেশ করেছে ন্যাপ ভাসানী ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটির ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশগ্রহণ করে বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি, জো বাইডেনের গণতান্ত্রিক মনোভাব ও উদারতার মধ্য দিয়ে সারাবিশ্ব শান্তির পথে হাঁটবে। সারাবিশ্বে যে জাতিগত দ্বন্দ্ব, মারামারি হয় তা বন্ধ হয়ে যাবে। সব দেশের রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের পথে হাঁটবেন। তারা বলেন, আজকের সমাবেশ থেকে আশা করছি, জো বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে বিশ্বের প্রত্যেকটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ¯’াপন হবে। এ ছাড়া জাতিসংঘ যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবে। বক্তারা রোহিঙ্গা সমস্যাসহ আন্তর্জাতিক সব সমস্যা সমাধানে জো বাইডেনের নেতৃত্ব দেয়ার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। সংগঠন দুটির অর্ধশতাধিক নেতাকর্মীও উপ¯ি’ত ছিলেন।