রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৩

0
145

খুলনা টাইমস:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। অভিযানে চার হাজার ৩৮২ পিস ইয়াবা, ৪২ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ৫২৫ বোতল ফেনসিডিল ও ৫১ কেজি ৮৫০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।
বিদেশি মদ-বিয়ারসহ ১৩ জন আটক: রাজধানীর গুলশান এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। আটকরা হলেন- মোস্তফা কামাল (৩৯), আনিসুল হক (৩৩), মো. মুর্তুজা (৫৬), আল-আমিন তালুকদার (৩৩), স্বপন মিয়া (১৮), মঈন শরিফ (২৫), জাহাঙ্গির আলম (৫০), আশরাফুল ইসলাম (২৮), জাহেদুল ইসলাম (২৮), সাজেদুল ইসলাম (২৫), তরিকুল ইসলাম (৩০), ওমর ফারুক (৩০) ও মো. কালাম (৪৮)। গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এএসপি জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৬০ বোতল বিদেশি মদ, ১১৬ ক্যান বিয়ার, এক লাখ ৬২ হাজার ৬০ টাকা ও ২২ টি মোবাইলসহ ১৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। অভিযান চলমান থাকবে বলেও জানান এএসপি জিয়াউর রহমান।