শরণখোলায় আ’লীগ প্রার্থী শান্ত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

0
192

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টায় বাগেরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ উপনির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করেন। নির্বাচিত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত পেয়েছেন ৫৬ হাজার ১৮৮ ভোট তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৭৬৭ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী মোঃ মতিয়ার রহমান খান ধানের শীষে পেয়েছেন ৬৭৩ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফরাজী বেনজীর আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৩৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
গত ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন ইন্তেকাল করায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মরহুম কামাল উদ্দিন আকনের পুত্র রায়হান উদ্দিন শান্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন।