বঙ্গবন্ধু মানুষের ভাগ্যোন্নয়নে জীবনকে উৎসর্গ করে গেছেন : সালাম মুর্শেদী

0
306
Exif_JPEG_420

খবর বিজ্ঞপ্তি:
বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, বাঙ্গালী জাতির আশীর্বাদ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ছোট বেলা থেকেই দেশ দরদী ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। যিনি মরেও অমর হয়ে থাকবেন বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধুর প্রত্যাশা ছিল এদেশকে মর্যাদাশীল, শিক্ষিত সম্পদশালী সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবার। ৭৫’র ১৫ আগস্ট জাতির এই মহানায়ককে হত্যা করে পাকিস্তানীদের দোসররা কাপুরুষত্বের পরিচয় দিয়েছিলো। জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংশের দ্বার প্রান্তে নিতে চেয়েছিল। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে বিধ্বস্ত বাংলাদেশের হাল ধরলেন। শেখ হাসিনা দেশের ক্রান্তি কালে শক্ত হাতে হাল ধরে নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করিয়েছেন। শেখ হাসিনা উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন। দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার সরকার ক্রীড়া, সাংষ্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট সহ সকল সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন ত্বরান্বিত করছেন।
সালাম মূর্শেদী এমপি বৃহস্পতিবার সকাল ১১টায় তেরখাদা উপজেলার পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও বিদ্যালয়ের ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা গুলো বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদেও সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান দুলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, সহকারী কমিশনার(ভূমি) মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম মোস্তফা,আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান,মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা, দিঘলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, তেরখাদা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন সিদ্দিকী হেলাল ও শেখ মোঃ মোহসীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোঃ বাদশা মল্লিক, মোল্যা আব্দুর রাজ্জাক রাজা, কাজী কামাল হোসেন, এস এম হাবিব, মোঃ মোতালেব হোসেন, মফিজুল ইসলাম ঠান্টু, কাজী আক্তার হোসেন,সিকদার আক্তারুজ্জামান।