বঙ্গবন্ধুর আদর্শ ধারনকরে সোনার বাংলা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে : ডাঃ আফম রুহুল হক এমপি –

0
363

আব্দুর রব লিটু, দেবহাটা: দেবহাটায় মুজিব শতবর্ষের র‌্যালী ,কেক কাটা,আলোচনা সভা ও জাতীয় শিশু দিবসের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সকাল সাড়ে ৯ টার দিকে দেবহাটা হাইস্কুল মাঠে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে দিবসের উদ্ধোধন করেন আফম রুহুল হক এমপি। পরে একটি র‌্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে এসে কেক কাটা ও ক্ষুদ্র পরিষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন ও ম্যানগ্রোভের শিশু কর্নারের উদ্ধোধনী অনুষ্ঠানে ডাঃ আফম রুহুল হক এমপি বলেছেন,বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স¦াধীন হওয়ার পর দেশকে সোনার বাংলা গড়ার লক্ষে তিনি কাজ করে যাচ্ছিলেন। সে দিনের সে স্বপ্ন পুরন করতে দেইনি পাকিস্থানী দোষররা । ৭৫’র ১৫ আগষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্থানী দোষররা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশের সকল উন্নয়ন বাধাগ্রস্ত করে দিয়েছিল। আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারনকরে সোনার বাংলা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তার স্বপ্ন পুরনে কাজ করে যাচ্ছেন। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ আমরা স্বল্প উন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিনত হয়ে উন্নত দেশের দিকে ধাপিন হতে চলেছি। এই বছর বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী হিসেবে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। মাদক,জঙ্গী,বাল্য বিবাহসহ সকল প্রকার দূর্নীতিকে মুক্ত করে জিরো টলারেন্স আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সবাইকে দেশের কল্যানে কাজ করতে হবে। সব কিছু মিলেই জীবন। আর কখনই এই মুজিব শতবর্ষের অনুষ্ঠান আমরা হয়তো পাব না। তাই এই জন্ম শত বার্ষিকীতে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হবে। মঙ্গলবার সকাল ১০ টায় দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুজিব শতবর্ষের র‌্যালী ,কেক কাটা,আলোচনা সভা ও জাতীয় শিশু দিবসের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন , বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। এ সময় তিনি বিশ্বব্যাপি করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানান।তা ছাড়া সমাজসেবা দপ্তরের চিকিৎসা সহায়তা, ভিক্ষুক পনঃবাসন, দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ,প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করেন। পরে সকাল ১১ টায় দেবহাটার ঐতির্য্যবাহী ম্যানগ্রোভ বনের শিশু কর্নারের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা শরীফ মো তিতুমীর, দেবহাটা সদর চেয়ারম্যান আবুবকর, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার,উপজেলা কৃষকলীগের আহবায়ক নির্মল কুমার মন্ডল, যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর কে বাপ্পা , মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।