কানাডার ১০ প্রদেশে করোনায় আক্রান্ত ৩১৩

0
216

খুলনাটাইমস বিদেশ : কানাডার ১০টি প্রদেশের সবক’টিতে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে দেশটিতে রোববার এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১৩ জনের বেশি হয়েছে। দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা টম এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান মেট্রোপলিটন কেন্দ্র টরন্টো, মন্ট্রিল ও ভ্যানকুভার। খবর এএফপির। সংবাদ সম্মেলনে বলা হয়, ভাইরাসটির বিস্তার রোধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। করোনার সংক্রমণ হ্রাস করার ক্ষমতা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। এ সময় আরও বলা হয়, বিদেশ ভ্রমণ থেকে ফিরে সবাইকে অবশ্যই স্বেচ্ছায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে হবে। এ ছাড়া সামাজিকতা থেকে এখন দূরে থাকতে হবে এবং যদি সম্ভব হয়, তবে সামনের সপ্তাহগুলোতে বাড়িতে থেকে কাজ করতে হবে।