ফিলিস্তিনের ভূমি দখলের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

0
368

খুলনাটাইমস ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্দান উপত্যকাকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার ব্যাপারে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দোজারিচ এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর ঘোষিত পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা হবে আন্তর্জাতিক আইনের চরম লংঘন। জাতিসংঘ মহাসচিব মনে করেন- নেতানিয়াহুর এ ধরনের পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, চলমান সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য শান্তি আলোচনা শুরুর ব্যাপারে যে চেষ্টা চলছে নেতানিয়াহুর পদক্ষেপ তাতে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হবে। মঙ্গলবার যুদ্ধবাজ নেতানিয়াহু জর্দান উপত্যকাকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে যদি তিনি বিজয়ী হতে পারেন তাহলে এ পদক্ষেপ নেবে। আগামি ১৭ সেপ্টেম্বর ইসরাইলে জাতীয় সংসদ নির্বাচনের কথা রয়েছে। নেতানিয়াহুর এই ঘোষণা সারা বিশ্বে সমালোচনার ঝড় তুলেছে। ফিলিস্তিন কর্তৃপক্ষসহ মধ্যপ্রাচ্যের সব দেশ এর নিন্দা জানিয়েছে। ইসরাইলের মিত্র কয়েকটি দেশ জর্দান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও নিন্দাবাদে যুক্ত হয়েছে। জর্দান উপত্যকায় রয়েছে পশ্চিম তীরের চার ভাগের এক ভাগ এলাকা।