আশা করি বিজেপিতেও কংগ্রেসের মতোই সুযোগ ও গুরুত্ব পাবেন’, সিন্ধিয়াকে খোঁচা প্রণব-কন্যার

0
263

খুলনাটাইমস বিদেশ : দেশ সেবার কাজে পদ্মে পা দিয়েছেন জ্যোতি। তা ঘিরে মধ্যপ্রদেশে অচলাবস্থা তো চলছেই। বুধবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সিন্ধিয়ার মতো নেতা বিজেপিতে চলে যাওয়ায় রীতিমতো হতবাক রাজনৈতিক মহল। যদিও ইঙ্গিত আগে থেকেই ছিল। অনেক কংগ্রেস নেতাই বিশ্বাস করতে পারছেন না। কেউ পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। আবার কেউ পুরনো স্মৃতি তুলে ধরছেন, শুভকামনা জানাচ্ছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তবে সেই শুভেচ্ছার মধ্যে তির্যক অর্থ খুঁজে পেল রাজনৈতিক মহল। শর্মিষ্ঠা বর্তমানে দিল্লির মহিলা কংগ্রেসের সভানেত্রী ও সর্বভারতীয় কংগ্রেসের মুখপাত্র। এদিন দুপুরে জ্যোতিরাদিত্য আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পরই সেই ফুটেজ নিয়ে শর্মিষ্ঠা টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘অনেক শুভেচ্ছা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি। আশা করি কংগ্রেস শাসনে আপনি দেশসেবার জন্য যতটা সুযোগ ও গুরুত্ব পেয়েছেন, বিজেপিতে গিয়েও ততটাই সুযোগ ও গুরুত্ব পাবেন।’ মধ্যপ্রদেশে অচলাবস্থা তৈরি করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন সহানুভূতি কুড়োনোর চেষ্টা করে যাচ্ছেন, তখন তাঁকে তীব্র খোঁচা দিলেন শর্মিষ্ঠা মুখার্জি।