ফিলিস্তিনিদের মুক্তির জন্য সৌদির সঙ্গে বন্দী-বিনিময় করতে চায় হুথি

0
315

খুলনাটাইমস বিদেশ: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সৌদি আরবে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ইয়েমেনিদের হাতে বন্দী সৌদি সেনা ও ভাড়াটে যোদ্ধাদের মুক্তির যে প্রস্তাব দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, হুথি আন্দোলনের প্রধান আবদুল মালেক আল-হুথি সম্প্রতি সৌদি আরবে আটক নেতাকর্মীদের মুক্তির বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন হামাস তা লক্ষ্য করেছে এবং এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছে। হুথি আন্দোলনের প্রধানের এই প্রস্তাবে হামাস ধন্যবাদ জানিয়ে বলেছে, আবদুল মালেক আল হুথির এই প্রস্তাব ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের ভ্রাতৃত্ব ও মমত্ববোধের বহিঃপ্রকাশ। সম্প্রতি, ইয়েমেনের রাজধানী সানায় টেলিভিশনের মাধ্যমে দেয়া এক বক্তৃতায় হুথি আন্দোলনের প্রধান আবদুল মালেক আল-হুথি ঘোষণা করেন যে, সৌদি আরবের কারাগারে যে সমস্ত ফিলিস্তিনি বন্দী বিশেষ করে হামাসের নেতাকর্মীরা আটক রয়েছেন তাদের মুক্তির জন্য আনসারুল্লাহ আন্দোলনের হাতে আটক সৌদি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছে।
হামাস আবারো সৌদি কারাগারে বন্দি তাদের নেতাকর্মীদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত বছরের এপ্রিল মাস থেকে সৌদি আরব হামাসের নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে। এরমধ্যে হামাসের প্রবীণ নেতা ড. মুহাম্মাদ আল-খুদাইর রয়েছেন যিনি ক্যান্সারে আক্রান্ত। পার্সটুডে