আশাশুনিতে পাঁজা মালিকককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
274

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ জেলপাতুয়া গ্রামের এক পাঁজা মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ফকরাবাদ জেলপাতুয়া গ্রামের পগাপাল বৈরাগীকে অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় তিনি আর অবৈধ পন্থায় ইট পোড়াবেনা মর্মে অঙ্গীকার করেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার বুধহাটা, গুনাকরকাটি, কাদাকাটি ও গোয়ালডাঙ্গা বাজারে নিত্য পন্যের দাম বাড়ানো হচ্ছে কিনা মনিটারিংকালে বাজারমূল্য স্থিতিশীল পান। অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন বাজার মনিটারিংকালে বাজারমূল্য স্থিতিশীল পান। এসময় বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জনগনকে সচেতন করে মাইকিং করা হয়। এছাড়াও বাজারের সকল ব্যবসায়ীকে নির্দেশনা না মেনে পন্যের দাম বাড়ালে ও প্রত্যেক দোকানে মূল্য তালিকা প্রর্দশন না করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। পৃথক পৃথক স্থানে বাজার মনিটারিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, এসআই নাজিমসহ পুলিশ ফোর্স, অফিস সহকারী আব্দুর রশিদ, মোস্তাফিজুর রহমান ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।