ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষের দাফন সম্পন্ন

0
435

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ঐতিবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলীর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে মরহুমের মরদেহ প্রথমে পাইকগাছা সরকারি কলেজ ও পরে ফসিয়ার রহমান মহিলা কলেজে নেওয়া হয়। এ সময় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সদ্যপ্রয়াত শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করেন। বাদ যোহর সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মরহুমের প্রথম জানাযা এবং পরে নিজ এলাকায় দ্বিতীয় জানাযা শেষে জন্মস্থান শ্রীকণ্ঠপুর পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাযা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, শাহাজান আলী, এ্যাডঃ জিএ সবুর, আবু সাঈদ, শফিকুল ইসলাম কচি, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, সোস্যাল ইসলামী ব্যাংক ব্যবস্থাপক জহুরুল ইসলাম, মরহুমের বড় ছেলে আলী নেওয়াজ পিয়াস ও ছোট ছেলে পিয়াল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সম্পাদক ইলিয়াস হোসেন, পরিচালক এটিএম নহিদুজ্জামান, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, দলিল লেখক সমিতির সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান, চিংড়ি বিপনন সমিতির সাবেক সভাপতি শেখ জালাল উদ্দীন, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাত আলী সরদার, প্রভাষক ময়নুল ইসলাম, আতাউর রহমান, মাওঃ আব্দুল কাদির ও হান্নান ওমর সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানাযা পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন।