খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় সুষ্টভাবে জেএসসি, জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

0
746

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি :
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি). জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) ও এসএসসি ভকেশনালের নবম শ্রেণির বোর্ড ফাইলাল পরীক্ষার গতকাল প্রথম দিনে নগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় সুষ্টও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। জেনারেল এবং কারিগরি বোর্ডের মোট ৪টি কেন্দ্রের ১হাজার ৪৪ জনের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ২০জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু পর পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্র গুলো ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র সচিব সুত্রে জানাগেছে, গভঃ ল্যাবরেটরি হাই স্কুল (কেন্দ্র কোর্ড২২৪) কেন্দ্রে মোট ৫জন অনুপস্থিত ছিলো এর মধ্যে খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১জন, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪জন। খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়(৪৯৬)কেন্দ্রে অনুপস্থিত ৩জন এর মধ্যে গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের ১ জন, মহেশ^ারপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ২জন। আরআরএফ আদর্শ প্রি-ক্যার্ডেট মাধ্যমিক বিদ্যালয়(৪৬৯) কেন্দ্রে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মাধ্যমিক বিদ্যালয়ের ১জন অনুপস্থিত ছিলো। এছাড়া দুই থানা এলাকায় এসএসসি ভকেশনালের নবম শ্রেনীর বোর্ড ফাইনাল পরীক্ষার একমাত্র কেন্দ্র তেলিগাতি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১১জন। এর মধ্যে খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২জন, আটরা মেট্রো টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের ৩জন এবং এই প্রতিষ্ঠানের ৬জন অনুপস্থিত ছিলো। থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব রুমানাই ইয়াসমিন জানান, বোর্ড কর্তৃক নির্দেশনা এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে পরীক্ষার সম্পন্ন করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীকে নিদিষ্ট সময়ের আধা ঘন্টা আগে পরীক্ষার হল রুমে উপস্থিত এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ হল রুমের ডিউটিরত শিক্ষকের বাইরে কাউনে হল রুমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।