প্রিয়াঙ্কার সাফল্য

0
405

বিনোদন ডেস্ক: অভিনয় দিয়ে অনেক আগে থেকেই ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন তিনি। এবার প্রযোজক হিসেবেও সফল প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার প্রযোজনায় শিশুতোষ ছবি ‘পাহুনা :দ্য লিটল ভিজিটরস’ দুটি পুরস্কার জিতেছে জার্মানির সিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তিনজন নেপালি বাচ্চার বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া ও তাদের বাড়ি ফেরার গল্পকে ঘিরে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন পাখি টায়ারওয়ালা। প্রিয়াঙ্কা চোপড়া এবং তার মা মধু চোপড়ার পার্পেল পেবেল পিকচারসের ব্যানারে তৈরি হয়েছে এই ছবি।

এ ছাড়া ‘পাহুনা’ জিতেছে ইউরোপিয়ান চিলড্রেনস ফিল্ম অ্যাওয়ার্ড। ফিচার ফিল্মের আন্তর্জাতিক তালিকায় প্রফেসর জুরিদের বিশেষ মনোনয়নও পেয়েছে এই ছবি।

ইউরোপে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলেছে এই চলচ্চিত্র উৎসব, যেখানে ছবিটির প্রিমিয়ারের পর সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে ‘পাহুনা’। এর পরই উৎসবের মঞ্চ থেকে আসে কাঙ্ক্ষিত ওই পুরস্কার।