বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

0
399

খুলনা টাইমচ ডেস্ক: মানসিক রোগের শতকরা ৫০ ভাগ শুরু হয় ১৪ বছর বয়স থেকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তা নির্ণয় হয় না। তারা সাধারণত চিকিৎসার বাইরে থেকে যায়। বাংলাদেশে আড়াই কোটির বেশি মানুষের মানসিক সমস্যা রয়েছে। দেশে মানসিক রোগে আক্রান্ত ১০ হাজার মানুষ প্রতিবছর আত্মহত্যা করে। ১৫-১৯ বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ আত্মহত্যা। বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।

মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। আজ বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক সমস্যা’। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি, রোড শো, পোস্টার ও লিফলেট বিতরণ, ব্যানার প্রদর্শন ও সভা-সেমিনার বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে।