প্রতাপনগরে প্রান্তিক চাষীদের ফসল ধ্বংস থেকে রক্ষার দাবী

0
219

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে খালের পানি আটকে প্রান্তিক চাষীদের আমন ধান ধ্বংসের প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে সরেজমিন তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানাকে দায়িত্ব অর্পণ করেছেন।
নাকনা গ্রামের শেখ এসরাফের পুত্র শেখ মিনাজুল এলাকাবাসীর পক্ষে বাদী হয়ে একই গ্রামের শেখ আঃ করিমের পুত্র শেখ মিরাজুল ইসলাম ও শেখ নূর ইসলাম, মীর মাফুয়ার রহমানের পুত্র মীর মশিউর রহমানকে বিবাদী করে লিখিত অভিযোগে জানান, নাকনা মৌজায় ৩ হাজার বিঘা জমির ও গ্রামের বর্ষার পানি সরবরাহের একমাত্র খাস খাল রয়েছে। যার জমির পরিমান ৩ একর। প্রস্থ ১৫ ফুট হলেও বর্তমানে ৪০ ফুট। খালটি প্রকৃত মৎস্যজীবিদের পেটে লাথি মেরে, বিবাদীরা নামমাত্র মূল্যে ইজারা নিয়েছেন। এই জমি তারা সাব-লীজ দিয়ে লক্ষ লক্ষ টাকা অর্থ বাণিজ্য করছেন। সাব-লীজ গ্রহিতাগণ খালে কার্প ভেটকি মাছের চাষ করেছেন। এলাকার অনুমান ৩ হাজার বিঘা জমির মালিক হাজার হাজার প্রান্তিক চাষী আম্ফানে ঘরবাড়ি হারা ও ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধান চাষ করেছেন। কিন্তু বিবাদীরা খালের পানি শুকিয়ে দেওয়ায় পানির অভাবে জমির ধান ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। চাষীরা খাস খাল ইজারা থাকলে তা বাতিল করে উন্মুক্ত করার জন্য জোর দাবি জানিয়েছেন।