কাদাকাটি ইউপি’র চেয়ারম্যান প্রার্থী অমৃত সানার মতবিনিময়

0
178

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অমৃত কুমার সানা এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। বুধবার সন্ধ্যায় যদুয়ারডাঙ্গা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড ইউপি সদস্য, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ভূমি কমিটির সাধারণ সম্পাদক অমৃত কুমার সানা তার বক্তব্যে বলেন, বিগত ৫ বছর ইউপি সদস্য হিসাবে সফল ভাবে দায়িত্ব পালন করে আসছি। এসময় ওয়ার্ডে সকল সড়কের উন্নয়ন, ইটের সোলিং করণ, যদুয়ারডাঙ্গা সার্বজনীন মন্দির টাইলস করা, পুকুর খনন করে প্রতিমা বিসর্জনের সুযোগ করাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। সাবাইকে সাথে নিয়ে কাজ করেছি। এলাকা থেকে মাদক ও জুয়া সম্পূর্ণভাবে নির্মূল করেছি। করোনাকালীণ এলাকায় স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যবিধি বাস্তবায়নসহ সবসময় ঘরে ঘরে ও বাজারে কাজ করেছি। সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। ঘূর্ণিঝড়ের রাতে সারারাত্র সকলের বাড়িতে গিয়ে আশ্রয় শিবিরে নেওয়া ও সকলের খোজ খবর নিয়েছিলাম। এলাকাবাসীকে মারামারি, কাটাকাটি ও দ্বন্দ্ব ফাসাদমুক্ত রাখতে সর্বদা কাজ করেছি। সুখ-দুঃখ, বিপদ-আপদে সকলের পাশে থেকেছি। এলাকাকে চুরি ডাকাতিসহ সকল অপরাধ থেকে মুক্ত রাখতে কাজ করেছি। এখন এলাকার মানুষের দাবীর মুখে এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা ভেবে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের কথা ভাবছি। আমি নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদের নিজস্ব এ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখবো। নতুন আঙিকে ইউনিয়ন পরিষদকে সাজাতে চাই। এলাকার খাল খনন করে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা অটুট রাখা, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, সকল মেম্বারদের নিয়ে কাজ করবো। বর্তমানে মেম্বারদের সাথে সমন্বয় হীনতার কারণে বর্তমানে যে স্থবিরতা দেখা দিয়েছে, তা সম্পূর্ণ ভাবে বদলে দিতে চাই। মানুষ বিচার শালিস সঠিক ভাবে পায়না, মানুষ ভোগান্তিতে রয়েছে। এর থেকে পরিত্রান দিতে চাই। সুবিচারের মাধ্যমে সমাজে শান্তি রক্ষা করতে চাই। খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের পাইয়ে দিতে চাই। সরকারি সহায়তা, কার্ড বরাদ্দ, ট্যাংকি বিতরনে স্বচ্ছতা আনতে চাই। ধনিদেরকে ও স্বজনপ্রীতির মাধ্যমে আজকে এসব চলছে। ২ হাজার ৫শ’ টাকা অধিকাংশই গরীবরা পাইনি বলে অভিযোগ করে তিনি বলেন, শিক্ষকরাও এ টাকা পেয়েছেন। তিনি আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।