আশাশুনিতে দলিল আইন আদালত অমান্য করে ক্রেতাকে নাজেহাল

0
370

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কোবালা দলিল, আইন আদালত অমান্য করে বৈধ ক্রেতাকে জমির দখল থেকে বঞ্চিত করে নাজেহালের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে, উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে। জানাগেছে, উত্তর গোদাড়া গ্রামের সুরাত আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম বালিয়াপুর মৌজায় এসএ ৩৬৩, বিএস ২৯ ও খারিজ খতিয়ান ৭৩০ এ হাল ২০৬১ দাগে ১২ শতক জমি ক্রয় করেন বালিয়াপুর গ্রামের উপেন্দ্র নাথ মন্ডলের ছেলে দেবেন্দ্র নাথের নিকট থেকে। দলিল নং ১০২২, তাং ২০/৫/১৮। দেবেন্দ্রকে তার পিতা ১৯/৮/১৫ তাং ৩০৩২ নং দলিলে উক্ত জমি দানপত্র করেন। দেবেন্দ্র দখলিকার ও জমিতে বসবাস করাবস্থায় ক্রেতার কাছে ঘরসহ জমি হস্তুান্তর করেন। কিন্তু বিক্রেতা স্ত্রীর মারাত্মক রোগ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সুযোগে তার অপর ভাই রবীন্দ্র ষড়যন্ত্র ও জবর দখল করে সাইফুলকে দখলচ্যুৎ করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল সাইফুল অভিযোগ করলে চাম্পাফুল ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম্য শালিসে সাইফুলের পক্ষে রায় দেওয়া হয়। রবীন্দ্র সে রায় মেনে না নেওয়ায় বাদী পক্ষ শোভনালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে অভিযোগ করেন। শুনানী শেষে রায় প্রদান করেন এবং ১৮/৬/১৮ তাং মধ্যে সাইফুলকে দখল বুঝে দেওয়ার আদেশ করেন। রায় মেনে নিলেও দখল বুঝে দেওয়া হয়নি। তখন বাদী উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে অভিযোগ করেন। সেখানে উভয় পক্ষের শুনানী ও কাগজপত্র পর্যালোচনান্তে ১৩/১০/১৯ তাং বাদী সাইফুলের পক্ষে রায় প্রদান করা হয়। রায়ে ১৫ দিনের মধ্যে দাবীকৃত জমি বাদীকে বুঝিয়ে দিতে বলা হয়। রায় মেনে নিলেও বিবাদী দখল বুঝে দেননি। নগদ টাকায়, বৈধ পন্থায় ও আইন মোতাবেক জমি ক্রয় করে দখল পেতে হয়রানীর শিকার হয়ে সাইফুলের পরিবার চরম বিপদাপন্ন হয়ে পড়েছেন। দলিলে সাইফুলকে জমির পূর্ব অংশের কথা উল্লেখ থাকলেও চতুর রবীন্দ্র জমি পূর্ব-পশ্চিম লম্বালম্বি উল্লেখের মিথ্যা তথ্য দিয়ে বিষয়টি নতুন করে ধোকার চিন্তা করছে বলে বাদী পক্ষ জানান। তারা অহেতুক নাজেহালের হাত থেকে রক্ষা পেতে উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, আ্ইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।