পাটকেলঘাটায় পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে ও জীবনের নিরাপত্তায় সংবাদ সম্মেলন

0
410

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার খর্দ্দোয় পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে ও জীবন নাশের হুমকিতে চরম নিরাপত্তা চেয়ে সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন করেছে থানার খর্দ্দো গ্রামের আসাদুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পাটকেলঘাটার খর্দ্দো মৌজার সি এস ৭৯ নং খতিয়ানে এস এ ৮৫ নং খতিয়ানে বি এস ৬৪ নং খতিয়ানে সাবেক দাগ হাল নং ৪৯ নং দাগে বি এস ৭১ নং দাগের ৫৮ শতক জমি, আমার পিতা মৃত ইসাক আলী খান ১৯৭০ সালে খর্দ্দো গ্রামের ফজলে করিম খা এর নিকট থেকে কবলা সূত্রে ক্রয় করে। উক্ত সাল হতে উল্লেখিত জমি ভোগ দখল করে আসছে। এছাড়া বিভিন্ন প্রজাতির আম গাছের একটি বাগান ও একটি টিনের ঘর তৈরী করে ভোগ দখল করতে থাকি। ২০১১ সালে আমার পিতা মৃত কালীন সময় ৪ পুত্র ৫ কন্যা রেখে যান। ওয়ারেশ সূত্রে আমার মাতা ও আমরা ৯ ভাইবোন উক্ত জমি টিনের ঘরসহ আম বাগানটি ভোগ দখল করিয়া আসিতেছি। বর্তমান জরিপে চুড়ান্ত ও একক ভাবে আমার পিতার নামে উক্ত জমি বর্তমান জরিপে রেকর্ড হয়েছে। আমার পিতার নামে খাজনা দাখিলা প্রদান করে আসছি। কিছুদিন পূর্বে খর্দ্দো গ্রামের মান্নান খা’র পুত্র গোলাম আলী খাঁ (৪০) জাল জালিয়াতির মাধ্যমে একটি দলিল সৃষ্টি করে সে জমি দখল করার পায়তারা করে। আমি আদালতের শরনাপন্ন হয়। মাননীয় যুগ্ন জজ আদালত সাতক্ষীরা গত ইং ১৪/০১/২০২০ তাং গোলাম আলী সহ ৭ জন বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। অতপর লিখিত ভাবে আদালতের নিষেধাজ্ঞার কপি লইয়া পাটকেলঘাটা থানাকে অভিহত করি। যার প্রেক্ষিতে গত ইংরেজি ১৭/০১/২০২০ তাং থানার এস আই ওয়াহিদুল নালিশী দাবীতে উপস্থিত হয়ে গোলাম আলী খা সহ সকল বিবাদীকে উক্ত জমির উপর না যাওয়ার জন্য বলেন। গতকাল ইং ২৫/০১/২০২০ ইং গোলাম আলী খাঁ পুনরায় জমির উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করার চেষ্টা করে এবং ৪টি বড় বড় মেহগনি গাছ কর্তন করে জমি থেকে নিয়ে যায়। সে সময় আরো ক্ষতি করতে চাইলে আমরা বাধা প্রদান করি। কিন্তু সন্ত্রাসী বাহিনী আমাদের বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করিয়ে তাড়িয়ে দেয়। বর্তমান পরিস্থিতি তে আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। গোলামের সন্ত্রাসী বাহিনীরা আদালত ও প্রশাসনের নির্দেশ অমান্য করে আমাদের জীবন নাশের হুমকি প্রদান করে চলেছে। এঘটনায় আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবী জানাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।