মানসম্মত পন্য ও সেবা নায্য মূল্যে প্রদানের দাবিতে মানববন্ধন

0
253

সাতক্ষীরা প্রতিনিধি: নিরাপদ, মানসম্মত পন্য ও সেবা নায্য মূল্যে নাগরিকদের প্রদানের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে ক্যাব সাতক্ষীরা জেলা আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব সাতক্ষীরার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। ক্যাব সাতক্ষীরার সাধারণ সম্পাদক শিক্ষক শম্পা গোস্বামীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। এ সময় সাতক্ষীরার নাগরিকদের সেবার মান ও বাজার পন্যের মাননিয়ে নাগরিকদের ভোগান্তির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সনাক সাতক্ষীরার সাবেক সভাপতি ও বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম, প্রথম আলোর স্টাফ রিপোটার কল্যাণ ব্যাণার্জি, জাসদ জেলা কমিটির নারী বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, জাসদ নেতা আমির খান চৌধুরী, ক্যাবের সাংগঠনিক সম্পাদক রওনক বাশার, সনাক ইয়েস কমিটির টিম লিডার রোখসানা বিউটি, প্রথম আলোবন্ধু সভার আহ্বায়ক জাহিদা জাহান মৌ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাব সাতক্ষীরার সহ-সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ মমতাজ আহমেদ বাপ্পি।