পাকিস্তানে চাকরি না ছাড়ায় এক নারী সাংবাদিক খুন

0
234

খুলনাটাইমস বিদেশ : পাকিস্তানে ২৭ বছর বয়সী ওই নারী সাংবাদিককে সাংবাদিকতা পেশা না ছাড়ার কারণে তার স্বামী খুন করেছে। গত সোমবার পুলিশ সংস্থা এফআইআর এর প্রতিবেদনে জানা যায়, মাত্র সাত মাস আগে ওই দম্পতি প্রেম করে বিয়ে করে এবং কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। দেশটির একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা দোস্ত মোহাম্মাদ জানান, নিহত ওই সাংবাদিকের নাম উরোজ ইকবাল। তিনি উর্দু ডেইলিতে ক্রাইম প্রতিবেদক হিসেবে কাজ করতেন। অফিস চলাকালীন তার স্বামী দিলোয়ার আলী কেন্দ্রীয় লাহোরের কিলা গুজ্জার সিং কার্যালয়ে ঢুকে তার মাথায় গুলি করে। যদিও উরোজকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে অনেক দেরি হয়েছিলো। ইকবাল এফআইআরকে জানান, মাত্র সাত মাস আগে আলির সাথে আমার বোনের বিয়ে হয়েছে। কিন্তু এরইমধ্যে তাকে সাংবাদিকতা ছেড়ে দেওয়া সহ অন্যান্য ঘরোয়া বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। আলী উরোজের ওপর প্রায়ই নির্যাতন চালাতো। সম্প্রতি সে আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।