কূটনৈতিক দিক দিয়ে আমরিকাকে ছাড়িয়ে চীন

0
303

খুলনাটাইমস বিদেশ : প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে- ২০১৯ সালে অব্যাহতভাবে কূটনৈতিক নেটওয়ার্ক নাটকীয়ভাবে বাড়িয়েছে চীন। এর আগে যেসব দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল তাদরে সঙ্গেও চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে চীনের রয়েছে ২৭৬টি কূটনৈতিক পোস্ট। এর মধ্যদিয়ে আমেরিকাকে তারা ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে আমেরিকার চেয়ে এখন তিনটি পোস্ট বেশি আছে চীনের। অন্যদিকে, আমেরিকা নতুন কোনো কূটনৈতিক পোস্ট খোলে নি। সেইন্ট পিটারর্সবার্গে অবস্থিত তাদের কন্স্যুলেট জোর করে বন্ধ করে দিয়েছে আমেরিকা। ব্রিটেনে রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপলকে বিষ প্রয়োগের ঘটনায় পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয় আমেরিকা ও রাশিয়া। এর ধারাবাহিকতায় সেইন্ট পিটারর্সবার্গের কন্স্যুলেট বন্ধ করে দেয় মার্কিন সরকার।#