পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

0
428

পাইকগাছা প্রতিনিধি : ভিশনঃ ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা শীর্ষক প্রচার কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে পাইকগাছায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলা মিলনায়তনে প্রেস ব্রিফিং এর লিখিত বক্তব্য পাঠ করেন, খুলনা জেলা তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা তথ্য অফিস সরকার ও জনগনের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। সরকারের বিভিন্ন নীতিমালা এবং উন্নয়ন কর্মকান্ড প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনও যোগাযোগের মাধ্যম পৌছায়নি সেখানে জনগনের মাঝে আমরা তথ্য অফিসের মাধ্যমে প্রচার কাজ বাস্তবায়ন করে যাচ্ছি।একই সাথে সরকার সম্পর্কে জনগনের মতামত মন্ত্রনালয়ে প্রেরণ করছি। তিনি আরও বলেন বর্তমান সরকার তার প্রথম মেয়াদ সহ দশ বছরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা,পরিবেশ উন্নয়ন, টেলিযোগাযোগ, ভৌত অবকাঠামো সহ সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপর আলোচনা করে বলেন দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হতে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) ডাঃ আব্দুল আউয়াল, খুলনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক জি এ গফুর, মিজানুর রহমান মিজান, সদস্য সচিব প্রকাশ ঘোষ বিধান, সদস্য আলাউদ্দীন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, আবুল হাসেম, অমল কৃষ্ণ মন্ডল, জহুরুল হক সহ সাংবাদিক বৃন্দ।