জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির বিবৃতি

0
198

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত নিয়মাবলী নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, করমর্দন না করা, মাস্ক ব্যবহার করা, জনসমাগম এড়িয়ে চলা, জ্বর-সর্দি-কাশি আক্রান্ত ব্যক্তিরা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসক ও সেবিকাদের যথাযথ সুরক্ষা সরঞ্জামাদি নিশ্চিত করতে হবে। কেননা গত সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎকদের অবহেলায় একজন জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট আক্রান্ত রোগী অকাল মৃত্যুবরণ করেছেন। নেতৃবৃন্দ বলেন, করোনাকে পূঁজি করে একশ্রেণির অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করে চলেছে, যা কঠোরভাবে নিয়ন্ত্রণে সরকারের বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। নেতৃবৃন্দ বিবৃতিতে সকল পেশায় নিয়োজিত শ্রমিকদের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করেই সামাজিক সুরক্ষার উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বৈষয়িক এই দুর্যোগের হাত থেকে জনগণকে রক্ষা করতে লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি চিকিৎসা ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড কৌশিক দে বাপী, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড আনোয়ার হোসেন, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড অজয় দে, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল প্রমুখ।