পাইকগাছায় ভিপি সম্পত্তিতে অবৈধ পাঁকা স্থাপনা বন্ধের দাবীতে জেলা প্রশাসকের নিকট অভিযোগ

0
155

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় ভিপি সম্পত্তিতে অবৈধ পাঁকা স্থাপনা বন্ধের দাবীতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ হয়েছে। অভিযোগে দেখা যায় স্থানীয় মনোরঞ্জন মন্ডলের ছেলে অমর রঞ্জন মন্ডল ভিপি ৭১২/৭৫-৭৬ নং লীজ কেসের এস এ ২২৯ নং খতিয়ানের ৫৭৪,৫৭৩,৫৯৮ ও ৫৯৯ দাগের ২.৫০ একর জমি অর্পিত তালিকা থেকে অবমুক্ত করার জন্য ৯৫/২০১৭-১৮ নং মামলা করে। যার মধ্যে আদালত ২.০০ একর সম্পত্তি অবমুক্ত করে সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশনা দেন। পরে সহকারী কমিশনার সে মোতাবেক অমর রঞ্জন মন্ডলকে বুঝিয়ে দেন।

অবশিষ্ট ৫০ শতক জমি ইজারা পাওয়ার জন্য অতি সম্প্রতি আবেদন করেন পূর্ব ইজারাদারের ওয়ারেশ সন্যাসী মন্ডল। কিন্তু অমর রঞ্জন মন্ডল উক্ত ৫০ শতক ভিপি সম্পত্তিতে পাঁকা স্থাপনা নির্মাণ করতে থাকায় সন্যাসী মন্ডল খুলনা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে। অভিযোগ টি আমলে নিয়ে জেলা প্রশাসক পুনঃরায় স্কেচ ম্যাপ সংশোধনসহ প্রতিবেদন দাখিলের জন্য বলেন। সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক পাইকগাছা জানান, নির্দেশনা পেয়েছি উক্ত অর্পিত সম্পত্তি অবমুক্ত করন স্কেচ ম্যাপ সংশোধন সহ প্রতিবেদন দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা টাইমস/এমআইআর