পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর ঘটনায় বখাটে যুবক গ্রেফতার

0
497

শেখ নাদীর শাহ্ :


খুলনার পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ রেজাউল সরদার (৩৫) নামে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে। রেজাউল উপজেলার বাইশারাবাদ আবাসন প্রকল্পের মৃত নেয়ামত সরদারের ছেলে।

মামলার বিবরণে জানাযায়, শুক্রবার বিকেলে উপজেলার কচুবুনিয়া গ্রামের সেলিম সরদারের স্ত্রী নিজ চিংড়ি ঘেরে যাওয়ার সময় পথিমরেধ্য ওয়াপদার রাস্তায় একা পেয়ে তার হাত ধরে রেজাউল টানা হেচড়া করে। একপর্যায়ে রেজাউল তার শ্লীলতাহানী ঘটনায়।

এ সময় তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে রেজাউল পালিয়ে যায়। ঘটনায় সেলিমের স্ত্রী বাদী হয়ে রেজাউলকে আসামী করে পাইকগাছা থানায় যৌণ নিপীড়ন আইনে মামলা করেছে।

ভিকটিম জানায়, রেজাউল প্রায় ১ বছর ধরে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করে আসছিল। টাকার লোভ ও বিয়ের প্রলোভন দেখিযে কু-প্রস্তাবও দিত। এতে রাজি না হওয়ায় শুক্রবার জোরপূর্বক রেজাউল তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ও শ্লীলতাহানী ঘটায়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, যৌণ নিপীড়ন আইনে রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। যেকোন ধরণের ইভটিজিংয়ের ঘটনায় তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।