খুলনায় ৩৭ জনকে ৫০ হাজার ৬শ’ টাকা জরিমানা

0
775

নিজস্ব প্রতিবেদক:
করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন’র নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিদেশ-ফেরত ব্যক্তিগণের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে খুলনা খুলনার বিভিন্ন উপজেলা ও মহানগরীতে সেনা সদস্য সহযোগে টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আইন লংঘনের দায়ে ৩৭জনকে ৫০ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়।
নগরীতে পৃথক অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ মিজানুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, সেটু কুমার বড়ুয়া এবং মোঃ তাহমিদুল ইসলাম। এছাড়াও খুলনার পাইকগাছা, দিঘলিয়া, রূপসা, কয়রা, ডুমুরিয়া, দাকোপসহ বিভিন্ন উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণ টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সেনা সদস্য, র‌্যাব, পুলিশ ও আনসারের সদস্যগণ। করোনা সংকট মোকাবেলায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।