পল্লী স¤্রাট আবদুল আলীমের স্ত্রী আর নেই

0
168

টাইমস বিনোদন:
বাংলা গানের কিংবদন্তি শিল্পী পল্লী স¤্রাট’খ্যাত আবদুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই। ইন্নানিল্লাহি….রাজিউন। মঙ্গলবার, ১২ অক্টোবর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণে তার ম”ত্যু হয়েছে। বুধবার সকালে সংবাদমাধ্যেমকে এই তথ্য নিশ্চিত করেছেন তার কন্যা সংগীতশিল্পী নুরজাহান আলীম। তিনি জানান, ম”ত্যুকালে তার মায়ের বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি চার ছেলে, তিনি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল রাতে তার শারীরিক অব¯’ার অবনতি ঘটলে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ম”ত্যবরণ করেন বলে জানান নুরজাহান। এ সংগীতশিল্পী তার মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমার মাকে আমি আর কখনো মা বলে ডাকতে পারবো না। আর কখনো বলবে না তুই আসবি কবে, কখন আসবি, আমি কিš’ তোর অপেক্ষায় আছি। আমি কিভাবে ভুলে থাকবো আমার মাকে? সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। নিরবে নিভ”তে চমৎকার এক জীবন কাটিয়ে গেছেন আমার।’ নুরজাহান আরও জানান, বুধবার ১৩ অক্টোবর দাফন সম্পন্ন হবে তার মা জমিলা আলীমের। বিক্রমপুরের দোহার থানায় নিজের বাবার বাড়ির পারিবারিক কবর¯’ানে সমাহিত করা হবে জমিলাকে। প্রসঙ্গত, বাংলাদেশের লোকসংগীতের প্রাণপুরুষ, লোকসংগীতের মুকুটহীন স¤্রাট, মরমি শিল্পী আবদুল আলীমের সঙ্গে পাকিস্তান শাসনামলে সংসার শুরু করেন জমিলা। প্রেম-ভালোবাসায় ভরা সেই সংসারে জমিলাকে এক করে ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর প”থিবীর মায় ত্যাগ করেন আবদুল আলীম। স্বামীর প্রয়াণের দীর্ঘ ৪৬ বছর পর আজ জমিলাও চলে গেলেন না ফেরার।