পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রীর মোংলা ও রামপালের সফরসূচি

0
268

তথ্য বিবরণীধ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার ছয় দিনের সফরে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ১ জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে যোগদান এবং বেলা আড়াইটায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে জেজেএস আয়োজিত নিরাপদ পানির সমস্যা ও সম্ভবনা নিয়ে সংলাপ অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা অ্যাসোসিয়েশনের আইন পেশায় ৫০ বছর পূর্ণ হওয়ায় জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২ জানুয়ারি সকাল নয়টায় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে শিক্ষা বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ, সকাল সাড়ে ১০টায় রাজানগর ইউনিয়নে শিক্ষা বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ এবং সকাল সাড়ে ১১টায় হুরকা ইউনিয়নে শিক্ষা বৃত্তি ও শীতবস্ত্র বিতরণ করবেন। উপমন্ত্রী ৩ জানুয়ারি সকাল ১০টায় রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করবেন। তিনি ৪ জানুয়ারি দিনব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। উপমন্ত্রী ৫ জানুয়ারি সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।