পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

0
350

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার শিববাটিতে অনুমোদনহীন মৎস্য আড়ৎদারী বাজার বন্ধের দাবীতে হাজার হাজার ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমিতি, পোনা ব্যবসায়ী, পাইকারী মৎস্য ব্যবসায়ী, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ক্যাথলিক খ্রীস্টান মিশন, চিংড়ি বিপনন, কাঁচা বাজার, সেলুন মালিক সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সহ ২৩টি সংগঠণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও আশরাফুজ্জামান টুটুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন্ন সংগঠণের সভাপতি-সম্পাদকদের মধ্যে এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, শেখ আনিছুর রহমান মুক্ত, মনোহর সানা, উত্তম কুমার সাধু, দাউদ শরীফ, আসলাম পারভেজ, দেবব্রত দাশ দেবু, শাহীন ইকবাল, মৃত্যুঞ্জয় সরদার, জিন্নাত খা, গাজী খোকন, ইব্রাহিম শেখ প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নীতিমালা উপেক্ষা করে ব্যবসায়ীদের স্বার্থ ধ্বংস করে বজলু গাজী নিজস্ব জায়গায় অবৈধভাবে মৎস্য আড়ৎ প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দাবী করেন অবিলম্বে এ অবৈধ মৎস্য আড়তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।