পবিত্র শবে বরাত পালিত পালিত

0
292

খুলনাটাইমস ডেস্ক :
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মাধ্যমে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানগণ বৃহস্পতিবার দিবাগত রাতে নফল ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর রহমত কামনা করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন। করোনা ভাইরাসের কারণে ঘরে বসেই ইবাদত বন্দেগী করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আহ্বান জানান। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করে। দৈনিক পত্রিকাসমূহ পবিত্র শবে বরাতের ওপর বিশেষ নিবন্ধ প্রচার করে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের জনসমাগম সীমিত করার কারণে ঘরে বসেই মহান আল্লাহর রহমত কামনা করে মুসলমানগণ পবিত্র শবে বরাতে রাতে ইবাদত বন্দেগী করেন। এ সময় মহামারি করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে সুরক্ষায় মহান আল্লাহর কাছে বিশেষ মুনাজাত করা হয়। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। তাই ধর্মপ্রাণ মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটি অতিবাহিত করেন। করোনাভাইরাসের কারণে এ বছর কবরস্থান ও মাজারে জনসমাগম ছিল না।