পদত্যাগ করলেন এমপি তালুকদার আবদুল খালেক

0
1000

নিজস্ব প্রতিবেদকঃ
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত তালুকদার আবদুল খালেক। মঙ্গলবার (১০ এপ্রিল) তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগ করেন। এর ফলে তার আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার। জাতীয় সংসদ চলাকালীন সময় তিনি ওই আসন শুন্য সংক্রান্ত ঘোষণা পাঠ করেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনোনিত হওয়ায় এমপি পদ ছেড়ে দিলেন তালুকদার আবদুল খালেক। এর আগে সোমবার সংসদের সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আগামী দু’এক দিনের মধ্যে স্পিকারেরর কাছে পদত্যাগ করবেনও বলেও সেদিন তিনি জানান।
সেদিনি কান্নাজড়িত কণ্ঠে তালুকদার খালেক বলেন, আমি এই সংসদে ১৯৯১, ৯৬ এবং ২০০১ নির্বাচনে জয়ী হই। এরপর ২০১৪ সালে বাগেরহাট-৩ থেকে পুনরায় নির্বাচিত হয়েছি। আমি ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনে মেয়র হিসেবে জয় লাভ করি। তবে ২০১৩ সালে জয় লাভ করতে পারিনি। পরবর্তিতে আবারও সংসদ সদস্য নির্বাচিত হই’। প্রসঙ্গত, আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।