ক্যান্সার রোগে আক্রান্ত বাস শ্রমিক শহিদুল আর নেই

0
363

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত বাস শ্রমিক শহিদুল ইসলাম আর নেই। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরা সদরের জোড়দিয়া (শেখ পাড়া) গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তিনি ২স্ত্রী, ১পুত্র ও ৪কন্যা সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা জোড়দিয়া ঈদগাহ ময়দানে বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন, নৈকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ এমদাদুল হক। মরহুমের নামাজে জানাযায় ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, অবঃ সেনা কর্মকর্তা শেখ আছাফুর রহমান, শেখ আসাদুর রহমান আসাদ, মেম্বর শেখ জাকিরুল হক, সমাজ সেবক শেখ মোনায়েম হোসেন, শেখ হাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। জানাগেছে, শহিদুল ইসলাম তার কর্মজীবনে কয়েক যুগ ধরে আশাশুনি-সাতক্ষীরা সড়কের আশাশুনি, চাপড়া, বুধহাটা বাসস্ট্যান্ডে সময় নিয়ন্ত্রক কর্মকর্তা (স্টার্টার) হিসাবে কাজ করে আসছিলেন। হাসি-খুশি ও কর্মচঞ্চল মানুষটি মরণ ব্যাধি ক্যান্সার রোগে হয়ে দীর্ঘদিন নিজ বাড়িতে পড়িত ছিলেন।