ভারতীয় চ্যানেল দেখাতে হলে টাকা দিতে হবে: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

0
507

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে ভারতীয় চ্যানেল দেখাতে হলে টাকা দিতে হবে

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে তিনি তথ্য বলেন

আগামী ২০১৮১৯ অর্থ বছর থেকে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে সম্প্রচার ফি সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সময় তিনি আরো বলেন, বাংলাদেশে সম্প্রচারের জন্য ভারতের টিভি চ্যানেলগুলোকে ৫০ হাজার টাকা ল্যান্ডিং ফি দিতে হয়। কিন্তু ভারতে বাংলাদেশের চ্যানেল দেখাতে গেলে কোটি টাকা খরচ হয়। আগামী বাজেটে এই খরচের সমন্বয় করা হবেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের ওপর কর আরোপ করার কথাও জানিয়েছেন মুহিততিনি বলেন, গুগল ফেসবুকে বাংলাদেশের বিজ্ঞাপন প্রচার করা হলেও এর জন্য তাদের সরকারকে কোনো শুল্ক বা কর দিতে হয় না। কিন্তু তারা বড় অঙ্কের অর্থ আয় করে থাকে এসব বিজ্ঞাপনের মাধ্যমে। আগামী অর্থবছরে গুগল ফেসবুকের এই আয়ের ওপর চার্জ আরোপ করা হবেআলোচনায় বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন