নৌকার গণজোয়ার দেখে বিএনপি মিথ্যাচার করছে : এস এম কামাল

0
681

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, খুলনা-বাগেরহাট ও সাতক্ষীয়ায় উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের প্রচারণা চলছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এই অঞ্চলে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে। আওয়ামী লীগের অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং কর্মীদের হত্যা করেছে। আহত হয়েছে অসংখ্য নেতাকর্মী। তারা নির্বাচনী মাঠে থাকবে না অথচ আওয়ামী লীগ বা মহাজোট প্রার্থীর বিরুদ্ধে একাধারে মিথ্যাচার করে যাচ্ছে। তারা নিজেদের পরাজয় নিশ্চিত ভেবেই এসব মিথ্যা প্রচারণায় মানুষকে বিভ্রান্ত করছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবে সদর আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলামও বক্তব্য রাখেন।
এস এম কামাল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম বলেন, আগামী ২৭ ডিসেম্বর শহীদ হাদিস পার্কে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও খুলনা-২ আসনে মহাজোট প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েলের পক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় খুলনাকে জলাবদ্ধতা মুক্ত, তরুণ প্রজন্মের কর্মসংস্থানসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, আওয়ামী লীগ এ্যাড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, হাফেজ মো. শামীম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এস এম শামছুদ্দিন আহমেদ শ্যাম, সমীর কৃষ্ণ হীরা, শফিকুর রহমান পলাশ, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. তাজুল ইসলাম, খোকন রায় দিলীপ, ইউসুফ আলী, অজয় রায়, সোহেল বিশ্বাস, ইকতিয়ার মোল্লা, নয়ন, হায়দার আলী মোল্লাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।