‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র আলোচনা সভা

0
197

খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচার ও বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিষ্ঠা করার লক্ষ্যে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, খুলনার এক জরুরী আলোচনা সভা (৯ নভেম্বর) সোমবার দুপুর সাড়ে ১২টায় খানজাহান রোডস্থ (কাকলিবাগ) নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শীতে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা থেকে উত্তরণের জন্য গ্রাম ডাক্তারদের চেম্বারে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও তাদের পরিবার-পরিজনদের মাস্ক পরার পরামর্শ প্রদান করতে অনুরোধ করেন এবং সেই সাথে নিজেদের পরিবার-পরিজনদেরও মাস্ক পরার পরামর্শ দেন। বক্তারা আরও বলেন, যেহেতু গ্রাম ডাক্তারগণ একেবারে সাধারণ মানুষের পাশে থেকে সর্বপ্রথম অসহায় অসুস্থ মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, তাই সরকারের এই মহতী উদ্যোগকে নিজ নিজ এলাকায় গণসচেতনার বৃদ্ধির লক্ষ্যে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধান নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা রাখতে সচেষ্ট হবেন। সংগঠনের সভাপতি ডাঃ এস এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসংগঠনের সহ-সভাপতি ডাঃ এম এ রশিদ, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ মাহফিজুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ডাঃ এইচ এম আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক ডাঃ রিয়াজুল কামাল, ডাঃ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ জহুরুল হক, অর্থ সম্পাদক ডাঃ এস এম এমদাদুল হক, দপ্তর সম্পাদক ডাঃ এ জেড এম কামরুল হাসান, প্রচার সম্পাদক ডাঃ মোঃ হোসেন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ফজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডাঃ সৈয়দ আলী হাফিজ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক শেখ আলতাফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আকতার, তথ্য ও গবেষণা সম্পাদক মাওঃ ডাঃ এম এ জামান আজাদী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ মাওঃ সাইদুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব ডাঃ তারেুল আলম চৌধুরী, ডাঃ মোঃ অহিদুর রহমান সরকার, ডাঃ মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, ডাঃ সুজিত ঢালী শান্ত, ডাঃ সরদার আবু ইছা, রূপসা উপজেলা সভাপতি আলহাজ্ব ডাঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান, ডুমুরিয়া উপজেলার ডাঃ আঃ জলিল, বটিয়াঘাটা উপজেলা সভাপতি ডাঃ গোলাম হোসেন, পাইকগাছা উপজেলা সভাপতি ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।