নুর হোসেনদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে : সিটি মেয়র

0
581

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, নুর হোসেনদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ৯০-এর গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তিত হয়েছিলো। সময়ের তখন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠণ করা হয়েছিলো। আজ পরিবর্তিত পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারাবাহিকতায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বর্তমান সরকার জনগণের আস্থা অর্জনে সমর্থ হয়েছে। সঙ্গত কারনেই দেশের জনগণ সরকার ও সংবিধানের উপর আস্থা রাখে। সেজন্যে গণতন্ত্রের স্বার্থে সংবিধান অনুযায়ীই একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কোন পরাশক্তি ঠেকাতে পারবেনা। তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদ নুর হোসেনদের আত্মদানকে চিরস্থায়ী করতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

শনিবার (১০ নভেম্বর) খুলনা মহানগর যুবলীগ আয়োজিত শহীদ নুর হোসেন দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর যুবলীগ আহবায়ক এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু’র সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। সভা পরিচালনা করেন, মহানগর যুবলীগ যুুগ্ম আহবায়ক হাফেজ মো. শামীম। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, মো. নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যা. আলমগীর কবীর, বিরেন্দ্র নাথ ঘোষ, মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, যুবলীগ নেতা এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এস এম আকিল উদ্দিন, মো. আমির হোসেন, এম পল্টু, মুন্সি নাহিদুজ্জামান, আব্দুস সালাম ঢালী, জাহিদুল খলিফা, মো. আবুল হোসেন, শফিকুর রহমান পলাশ, মো. কামরুল ইসলাম, মৃধা হুমায়ূন কবীর, মামুন কবির কচি, এস এম আসাদুজ্জামান রাসেল, মোয়াজ্জেম হোসেন, মোর্শেদ আহমেদ রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, শেখ কবির হোসেন, রাশেদুজ্জামান রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ নুর হোসেনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি