খুলনা-২ আসনে নৌকার প্রার্থী হতে শেখ জুয়েল’র মনোনয়নপত্র জমা

0
1148

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী শেখ সালাহউদ্দিন জুয়েল।
শনিবার সকালে তার পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন দলীয় নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ ফারুক হাসান হিটলু, মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদ হোসেন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুন্সী আইয়ুব আলী, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র পূরণের পর বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপের নিকট তাঁর দলীয় মনোনয়নপত্র জমা দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো শনিবার দলীয় ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিন শুক্রবার নৌকা প্রতীক বরাদ্দ পেতে ১৩২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৮ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।