নির্ভয়ার ধর্ষকের আইনজীবীকে ধমক বিচারপতির

0
235

খুলনাটাইমস বিদেশ : নির্ভয়াকাণ্ডে ফের একবার দোষীদের ফাঁসির নির্দেশ পিছিয়ে যেতেই তোলপাড় দেশজুড়ে। মৃত্যুদণ্ডের নির্দেশ কবে কার্যকর হবে, আদৌ হবে কিনা, তা নিয়েই প্রশ্নের মুখে বিচারব্যবস্থা। যা নিয়ে এদিন দোষীদের আইনজীবীকেও আদালতের কটাক্ষ সহ্য করতে হয়। দিল্লি আদালতের বিচারপতি দোষীদের আইনজীবী এপি সিংয়ের উদ্দেশে বলেন, ‘আপনি আগুন নিয়ে খেলছেন, আপনার সাবধান থাকা উচিত। একটিমাত্র ভুলের ফলাফল কী হতে পারে জানেন?’ এই নিয়ে নির্ভয়ার দণ্ডিতদের মোট তিনবার ফাঁসির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পবন কুমারের কিউরেটিভ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্ত্বেও ফাঁসির নির্দেশ পিছিয়ে যায়। তবে ফাঁসি যে পুনরায় পিছিয়ে যেতে পারে সেই আশঙ্কা আগেই বিশেষজ্ঞদের তরফে করা হয়েছিল। কেননা এক দোষী পবন গুপ্তর আইনজীবী সময় বুঝে ফাঁসি হওয়ার কয়েক ঘণ্টা বাকি থাকতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল। যেই কারণে আইনজীবী মহল অনুমান করেছিল ফাঁসি পিছিয়ে যাওয়ার কথা। আর হলও তাই। এখানেই শেষ নয়, আগামী ৫ মার্চ নির্ভয়ার দণ্ডিতদের সম্পর্কিত আরও একটি শুনানি রয়েছে দিল্লির আদালতে। ফলে ফাঁসির আদেশ কার্যকর করা আদৌ সম্ভব হবে কিনা সেটা নিয়েই বড় প্রশ্ন উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। তবে এত কিছুর মধ্যেই একটা বিষয় নিয়ে আশাবাদী হওয়া যায়। সেটা হল, রাষ্ট্রপতি একবার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলে আর কোনও আইনি বিকল্প খোলা থাকবে না দণ্ডিতদের হাতে। সে ক্ষেত্রে আদালত পরবর্তী যে তারিখ দেবে, সেই দিনই ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে। তবে সেটা এখনই এতটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দণ্ডিতদের আইনজীবী যেভাবে আইনের ফাঁকফোঁকর বের করে তাদের বাঁচিয়ে রেখেছেন, তা আইনি ব্যবস্থার উপরই বড়সর প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে।