সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মোদি!

0
281

খুলনাটাইমস বিদেশ : সামাজিক যোগাযোগের সকল মাধ্যম থেকে সরে যাওয়ার কথা ভাবছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক জনপ্রিয় নেতাদের একজন। রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এই রোববার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কথা ভাবছি। (এ বিষয়ে) আপনাদের জানিয়ে দেয়া হবে।’ এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। তার নিজের দল বিজেপিরই অনেকের প্রশ্ন, ‘এরপর আমাদেরও ছাড়তে বলা হবে নাকি?’ মোদির উদ্দেশে পাল্টা টুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘ সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, ঘৃণা ছাড়ুন।’ তাতে এক বিজেপি নেতার কটাক্ষ, ‘গান্ধী পরিবারের সমস্ত বিপ্লব তো টুইটেই। মোদির এই ইঙ্গিতে এমন প্রতিক্রিয়া স্বাভাবিক।’ মোদি এভাবে সরে যেতে চাওয়ায় অনেকের প্রশ্ন, তিনি তো সংবাদমাধ্যমের সামনে আসেন না। এবার সোশ্যাল মিডিয়া থেকেও সরে গেলে তার সঙ্গে যোগাযোগের উপায় কী হবে? কেউ বলছেন, দিল্লির সংঘর্ষে দেরিতে মুখখোলা থেকে শুরু করে অর্থনীতি- বিভিন্ন বিষয়ে সরাসরি সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলেই কি এমন ভাবনা? ২০০৯ সালে যোগ দেয়া তার টুইটার অ্যাকাউন্টে ৫ কোটি ৩ লাখ ফলোয়ার রয়েছে। তার ফেসবুক পেজ ৪ কোটি ৪ লাখেরও বেশি মানুষ পছন্দ করেন এবং তার ইনস্টাগ্রামে ৩ কোটি ৫ লাখ মানুষ অনুসরণ করেন। ফেসবুকে ফলোয়ারের সংখ্যায় মোদিকে পেছনে ফেলা রাজনীতিক শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।