নির্বাচনের পর ফাউসিকে বরখাস্ত করতে পারেন ট্রাম্প

0
207

টাইমস বিদেশ :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, নির্বাচনের পর তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অ্যাš’নি ফাউসিকে বরখাস্ত করার চেষ্টা করবেন। করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে আবারও সমালোচনা করার পর ট্রাম্প ফাউসির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন। ফাউসিকে করোনাভাইরাস মোকাবিলায় গঠিত মার্কিন টাস্কফোর্সের অত্যন্ত সম্মানিত সদস্য হিসেবে বিবেচনা করা হয়। তিনি রোববার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার স্বাস্থ্য অনুশীলনে ব্যাপক পরিবর্তন না আনলে দেশে পূর্ণাঙ্গ অচলাবস্থা তৈরি হতে পারে। তিনি সরাসরি বলেছেন যে, দেশের অবস্থা মোটেও ভালো নয় এবং আসন্ন শীতকালের আগেই যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হয় তাহলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। ফাউসির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর মিয়ামিতে এক জনসভায় ডোনাল্ড ট্রাম্প ডা. ফাউসির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এ সময় রিপাবলিকানদের সমাবেশ থেকে ফাউসিকে বরখাস্ত করার দাবি জানিয়ে স্লোগান দেয়া হয়। প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে। এ ছাড়া গত কয়েকদিন ধরে দেশটিতে রেকর্ড পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের বিষয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দিয়ে চলেছেন। সে কারণেই তার পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে আসছেন ডা. ফাউসি। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কি হতে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। অথচ তার আগেই এমন ঘোষণা দিলেন ট্রাম্প। তার এমন ঘোষণায় মনে হচ্ছে তিনি নিশ্চিত যে, এবারও তিনিই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।