নারী শ্রমিককে ‘ধর্ষণ চেষ্টা’: সিরাজগঞ্জে গ্রেপ্তার চার

0
174

টাইমস ডেস্ক :
সিরাজগঞ্জ সদরে এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে টেক্সাটাইল এ- উইভিং মিলের ম্যানেজারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সদর থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন। এর আগের রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাগাঁতী গ্রামে এ ‘ধর্ষণ চেষ্টার’ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন, টেক্সাটাইল এ- উইভিং মিলের ম্যানেজার ও শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এমদাদুল হক (৫৫), ওই মিলের শ্রমিক ও চ-িদাসগাঁতি গ্রামের বাসিন্দা কাওসার (২৩), আবদুল খালেক (৩২) ও নাসির (২২)। এসআই শরিফুল জানান, শনিবার সন্ধ্যায় টেক্সটাইল মিল ছুটি হওয়ার পর সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সাথে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। পথে সহকর্মীরা তাকে মিথ্যা কথা বলে কৌশলে চন্ডিদাগাঁতি বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন এলাকায় এক মেহগনি গাছের বাগানের নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী কৌশলে তাদের কাছ থেকে ছুটে সড়কের উপর দাঁড়িয়ে লোকজনের সাহায্য চান। পাশাপাশি তিনি ফোনে বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান। রাতেই বিষয়টি মীমাংসার প্রস্তাব নিয়ে ম্যানেজারসহ অভিযুক্তরা চন্ডিদাসগাঁতি এলাকায় এলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানেজারসহ তাদের আটক করে। এ বিষয়ে থানায় ওই নারী শ্রমিক বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।