“নারীদের মুখ খুলে কথা বলা” আলোচনা অনুষ্ঠিত

0
222

খবর বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে পাবলিক হল প্রাঙ্গণে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে “নারীদের মুখ খুলে কথা বলা” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিকটিম সার্পোট সেন্টারের ইনচার্জ ও কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সোনালী সেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সাংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম। প্রতিপাদ্য বিষয়ের ্্্্্্্্্উপর বক্তব্য রাখেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলিতের প্রোগ্রাম সমন্বয়কারী ধরা দেবী দাস। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর নারীরা বলেন, নারী শ্রমিকদের শোষণ, নির্যাতন, হয়রানি, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত করাই আন্তর্জাতিক নারী দিবসের অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া নেতৃবৃন্দ কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসন বিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবিসহ নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিত করতে হাইকোর্টের রায়ের ভিত্তিতে যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়নের জোর দাবি জানান।