আশাশুনিতে স্বপ্নের প্রকল্প’র উদ্বোধন

0
502

মইনুল ইসলাম, আশাশুনি (সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে গ্রামীণ দুঃস্থ মহিলাদের ভাগ্য উন্নয়ন ও দেশের দারিদ্র বিমোচনে সরকারের স্বপ্নের দ্বিতীয় চক্রের উদ্বোধন হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এস এম শাহানেওয়াজ ডালিম।
স্বপ্ন প্রকল্পের খাজরা ইউনিয়ন কর্মী উত্তরা ব্যানার্জির পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হোসেন আলী, জালাল উদ্দীন, ইব্রাহিম হোসেন, রামপদ সানা, কবির হোসেন, আনুপ কুমার মন্ডল, আরিফ বিল্লাহ,আনারুল ইসলাম, সন্ধ্যা রানীও নাজমা খাতুন প্রমূখ। এ প্রকল্পের দ্বিতীয় চক্রের আওতায় খাজরায় ৩৬ জনসহ জেলায় ১,৮৭২ জন দুঃস্থ বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যাক্তা মহিলাদের সার্বক্ষণিক কর্মসংস্থান সহ সম্ভাবনাময় উৎপাদনশীল কর্মের সুযোগ সৃষ্টি ও নারীর সামর্থ্য উন্নয়ন হবে। উপকারভোগী মহিলারা দৈনিক ২০০ টাকা করে মজুরী পাবে যার মধ্যে থেকে ৫০ টাকা সঞ্চয় হিসাবে জমা রাখবে এবং পরবর্তীতে এই সঞ্চয় ভবিষ্যতে উৎপাদনশীল বিনিয়োগে মূলধন হিসাবে ব্যবহৃত হবে। প্রকল্পটিএপ্রিল ২০১৫ হতে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত দুই পর্বে বাস্তবায়িত হবে।