নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যতের কান্ডারী -সিটি মেয়র

0
435

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যতের কান্ডারী। সে জন্য তাদেরকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে জনসম্পদে পরিণত করতে হবে। একটি শক্তিশালী ভিতের ওপর তাদের দাঁড় করাতে পারলে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। রবিবার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে শিশুকেন্দ্রিক শিখন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মেয়র। দাতা সংস্থা ইউনিসেফ-এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ৫ দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে। আগামী ২৭ ফেব্রুয়ারী কর্মশালা শেষ হবে।
কেসিসি’র সচিব মোঃ আজমুল হক-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ. কে.এম. সিরাজুদ্দোহা, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বকুল আকতার, সহকারি থানা শিক্ষা কর্মকর্তা (খুলনা) নাজমুন নাহার ও ইউনিসেফ-এর প্রোগ্রাম অফিসার সুফিয়া আক্তার। খুলনার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।
বিকাল ৪টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ৫নং ঘাট এলাকার এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: জামিরুল হুদা জহর ও সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সওকত আলী শেখ। অনুষ্ঠানে সিটি মেয়র শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহাবান জানান।