ধর্মের নামে এদেশে কেউ রাজনীতি করতে পারবে না: প্রধানমন্ত্রী

0
81

ধর্ম—বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে সরকার। কেউ উসকানি দিয়ে ধর্মের নামে এদেশে রাজনীতি করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গণভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে। ধর্মীয় সংঘাত আমরা চাই না। ধর্মীয় রীতি পালনে কেউ বাধা দিক সেটাও আমরা চাই না। আমরা প্রত্যেকে আনন্দ ভাগাভাগি করছি। এটাই সব থেকে আনন্দের। আনন্দ, সুখ দুঃখ ভাগাভাগি করে নিই।
বিএনপি—জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মানুষ পুড়িয়ে কী অর্জন করছে তারা, এটাই প্রশ্ন। আমরা চাই সংঘাত বন্ধ হোক। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে নির্বাচনী ফায়দা করবে এটা এদেশে চলবে না। এই অন্যায় কখনও মেনে নেওয়া যাবে না। মানবতার কল্যাণ করাই ধর্মের শিক্ষা।