দৌলতপুর মুহসিন হাই স্কুল প্রধান শিক্ষকের নামেয়’ এ প্রথম হলেন

0
281

খবর বিজ্ঞপ্তি:
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃক আয়োজিত প্রধান শিক্ষকদের ২১ দিন ব্যাপী শিক্ষা, প্রশাসন এবং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ৯ অক্টোবর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার পুরস্কার পেয়েছেন সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। মঙ্গলবার বিকেলে নায়েম ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নায়েম ঢাকার মহাপরিচালক প্রফেসর আহমেদ সাজ্জাদ রশিদ, বিশেষ অতিথি ছিলেন নায়েমেরে পরিচালক(এডমিন) প্রফেসর ড. মোঃ মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন নায়েমের পরিচালক (ট্রেনিং) প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন। এ প্রশিক্ষণে বিভিন্ন জেলা থেকে ৪০ জন নির্বাচিত প্রধান শিক্ষক অংশ নেন।