দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি সাথে শৈত্যপ্রবাহ : জনজীবন স্থবির

0
269

শেখ নাদীর শাহ্:
শীতের চলতি মৌসুমে সূর্যগ্রহণের মধ্য দিয়ে শৈত্যপ্রবাহ ও কনকনে ঠাণ্ডার সাথে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি জনভোগান্তি বাড়িয়েছে দ্বিগুন। আবহওয়া অফিসের দেওয়া তথ্যের সত্যতায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার দিনব্যাপী রাজধানী ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। যার ফলে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোগান্তি কমেনি। বৃষ্টির সঙ্গী হয়ে শীতল বাতাস শীতকে জানান দিচ্ছে শৈত্যপ্রবাহে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার পঞ্চগড়ের তেতুঁলিয়ায়; ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে সবচেয়ে বেশি কষ্টে দিনমজুর-ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।
ঢাকার পাশাপাশি যশোর,খুলনা, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্নস্থানে থেমে থেমে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। বৃষ্টির কারণে শীতের মাত্রাও ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। খেটে খাওয়া মানুষ বাইরে বের হতে পারছে না। রাস্তা-ঘাট ফাঁকা।আশ্রয়হীন মানুষের দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে।যার ফলস্বরূপ স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটেছে।
এদিকে, হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর চাপ। আক্রান্তদের বেশিরভাগরাই শিশু আর বৃদ্ধ।অন্যদিকে কৃষি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী,এ সময়ের বৃষ্টি ইরি বীজতলার জন্য ভালো হলেও আলু, রবি শস্যের- বিশেষ করে যে সকল ফসলের ফুল আসতে শুরু করেছে সে সকল ফসলের ক্ষতির সম্ভবনা বাড়িয়ে দিয়েছে।