দেবহাটা থানা পরিদর্শন করলেন সাতক্ষীরার এসপি মোস্তাফিজুর রহমান

0
596

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম (বার) দেবহাটা থানা পরিদর্শন করেছেন। পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় যোগদানের পর প্রথমবার সোমবার দুপুর ২টায় তিনি দেবহাটা থানা পরিদর্শন করেন। পরে দেবহাটার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার দেবহাটা তথা সাতক্ষীরাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত করা হবে বলে জানিয়ে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে জানান তিনি। পুলিশ সুপার এসময় বলেন, সাতক্ষীরা থেকে অপরাধ কর্মকান্ড নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন ব্যাক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। তাই সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবানও জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মতবিনিময়কালে দেবহাটা সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা থানার এসআই মুনিরুল ইসলাম মনির, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, যুগ্ম সাধারন সম্পাদক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।